মানষিক প্রতিবন্ধী আবেদার হয়েছে মাথা গোজার ঠাঁই।

চর ফ্যাশন প্রচ্ছদ সমাজ সেবা

মানষিক প্রতিবন্ধী আবেদার হয়েছে মাথা গোজার ঠাঁই।

মিজান ফারহান..

ভোলার চরফ্যাশনে বিধবা ও তার প্রতিবন্ধী মেয়ের পাশে দাঁড়িয়েছেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) নামে একটি বেসরকারি সংস্থা। জরাজীর্ণ ঘরে বসবাস করা এই মা-মেয়েকে নতুন টিনের ঘর নির্মাণ করে দিয়েছে সংস্থাটি। বুধবার (২৯ নভেম্বর) সকালে এফডিএর পক্ষ থেকে তাদের নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়। এফডিএ’র কর্মকর্তা মো. ফারুক, মো. বাছেদ, সাংবাদিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মা-মেয়ে হলেন, উপজেলার চরমানিকা উত্তর চরমানিকা গ্রামের মৃত রহমান হাওলাদারের স্ত্রী আবেদা খাতুন এবং তার প্রতিবন্ধী মেয়ে মমতাজ বেগম। এর আগে গত ৩০ আগস্ট ‘চরফ্যাশনে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বিধবার ভিক্ষায় চলে সংসার, ভাঙা ঘরে বসবাস’ শিরোনামে স্থানীয় একটি অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটি নজরে আসার পর সংস্থাটি নিজ অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দেন।

বিধবা আবেদা খাতুন বলেন, ‘প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় এফডিএ’র কর্মকর্তারা আমার ঘরটি পরিদর্শন করেন। এরপর মিস্ত্রিসহ টিন, খুঁটি, কাঠ দিয়ে ঘরের নির্মাণ কাজ শুরু করেন। নতুন ঘর তৈরি করে দিয়েছে তারা। নতুন ঘর পেয়ে অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষায় আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি থাকার জন্য নতুন ঘর হবে।’

এফডিএ’র কর্মকর্তা মো. ফারুক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে বিধবা ও তার প্রতিবন্ধী মেয়েকে বসতঘর নির্মাণ করে দিয়েছি। এখন তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published.