জাতীয় প্রেসক্লাবে আব্দুল গাফফার চৌধুরীর জানাজা অনুষ্ঠিত

প্রচ্ছদ

নিখাদ বার্তাকক্ষ : ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’ গানের রচিয়তা, একাত্তরের মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী সম্পাদক সদ্যপ্রয়াত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা আজ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হযেছে।
আজ বিকেলে অনুষ্ঠিত নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সদস্য শাহাবুদ্দিন ফরাজী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্ছু, গোলাম কুদ্দুস, বিএফইউজে’র সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মধুসুদন মন্ডল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।
পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইইসানুল করিম হেলালের নেতৃত্বে প্রধানমন্ত্রীর প্রেস উইং, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি মধুসূদন মন্ডলের নেতৃত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ঢাকা রিপোটার্স ইউনিটি ও সাব এডিটর্স কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর নেতৃত্বে সাব এডিটর্স কাউন্সিল প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্র, দৈনিক ইত্তেফাক, সমকাল, যুগান্তর, কালেরকন্ঠ, একুশে টেলিভিশন, বরিশাল সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্র্যাব), বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), সনাতন ধর্মাবলম্বী সাংবাদিকদের সংগঠন স্বজন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, এডিটরর্স গিল্ড, অগ্রণী ব্যাংক, প্রেসক্লাব শাখা, পটুয়াখালী সাংবাদিক ফোরাম, ঢাকা, বাংলাদেশ আন্তর্জাতিক লেখক-সাংবাদিক ফোরাম ও ন্যাশনাল পিপুলস পার্টিসহ বিভিন্ন সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *