আজ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধ।।

অর্থনীতি চট্টগ্রাম

ডেস্ক রিপোর্ট।

আজ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন

 

চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে আজ শনিবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে করোনা ইউনিট উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

আগামী রবিবার থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা শুরু হবে চট্টগ্রামের এই বেসরকারি মা ও শিশু হাসপাতালে।

হাসপাতালটির সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন শুক্রবার দুপুরে গণমাধ্যমকে’ জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার টেলিকনফারেন্সের মাধ্যমে করোনা চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন টেলি-কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, শনিবার উদ্বোধন হলেও রোগী ভর্তি শুরু হবে রবিবার থেকে। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০টি আইসিইউ বেডের সুবিধা ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।

এছাড়া, এখানে শিগগির করোনার নমুনা পরীক্ষা শুরু করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.