জ্যাকব,উন্নয়নের মহানায়ক কবিতা।

চর ফ্যাশন প্রচ্ছদ সাহিত্য

জ্যাকব,উন্নয়নের মহানায়ক।

সিরাজ মাহমুদ।।

শিক্ষা ক্ষেত্রে উন্নত করেছ চরফ্যাশনের মান,
এই জনপদে তোমার নামটি থাকবে আম্লান।
নেতা আসে,নেতা যায় কজনের কথা মনে থাকে,
জ্যাকব তোমার নামটি থাকবে আমাদের হৃদয়ের বাঁকে বাঁকে।

প্যারিসের কথা মনে হলেই মনে পড়ে আইফেল টাওয়ার,
চরফ্যাশনের কথা উঠতেই ভেসে ওঠে জ্যাকব টাওয়ার।
এশিয়া মহাদেশের অদ্বিতীয় টাওয়ার উপহার দিয়েছ তুমি।
তাই মন চায় তোমার পদ মোবারকে দিয়ে যাই সদা চুমি।
চরফ্যাশনের বাঁকে বাঁকে করেছ উন্নয়নের ঢেউ,
ভুলবেনা,ভুলবেনা,তোমাকে ভুলবেনা এই জনপদের কেউ।
অজপাড়াগাঁ ও বঞ্চিত হয়নি তোমার আশীর্বাদ থেকে,
তুমি চির অমর,অক্ষয়, অব্যয় হয়ে থাকবে সকলের বুকে।

শাজাহান আর তাজমহলকে ভুলে, এমন সাধ্য কার?
অদ্বিতীয় জ্যাকব,জ্যাকব টাওয়ার আমাদের অহংকার।
নেলসন ম্যান্ডেলাকে রোবেন দ্বীপে বন্ধি করেছিল যারা,
সেখানে এখন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ায় তারা।
ময়লা, আবর্জনায়,নোংরা ও দুর্গন্ধ ছড়াতো যার,
সেখানে তুমি বানিয়ে দিলে ফ্যাসন স্কয়ার।
প্রভাতী টিম সকালবেলা ব্যায়াম করিতে যায়,
সন্ধ্যা বেলায় শত শত মানুষ চা,কফি খায়।
দল বেধে সবাই সুখে দুঃখের আলাপে ওঠে মেতে,
সবাই তোমার গুনগান গায় বাসায় যেতে যেতে।
পরশ পাথরের ছোঁয়ায় শুনেছি লোহা হয় সোনা,
তুমি মোদের পরশ পাথর,হয়না যার তুলনা।
অত্যাধুনিক মসজিদ করেছ, কেউ করতে পারেনি কভু,
শত বছর বেঁচে থাকেন, সুস্থ রাখে যেন প্রভু।
মৌলিক চাহিদার একটি হলো চিত্তবিনোদন,
তাইতো শেখ রাসেল ডিজিটাল পার্ক করেছ উদ্বোধন।
সেখানে গিয়ে আমাদের সন্তানরা হয় আত্নহারা,
এতো সুন্দর হয় কীভাবে আমাদের বসুন্ধরা!
বোটানিক্যাল গার্ডেনে যেতে পারেনি যারা,
একবার হলেও দেখে আসুন খামারবাড়ি তারা।

নানান রকম ফুলের গন্ধে ভরবে আপনার মন,
জ্যাকব ভাইকে হজার সালাম করতে হবে পণ।
বেতুয়া প্রশান্তি পার্কের কথা বলব কি ভাই আর,
নদীর বাতাসে জুড়াবে প্রাণ যাবেন বারে বার
মহানায়কের কৃর্তীর কথা লিখে হবে না শেষ,
জ্যাকব ভাইয়ের চরফ্যাশনে সবাই আছে বেশ।
আবার তোরা মানুষ হ, উল্টো পথে যারা,
উন্নয়নের কিংবদন্তি জ্যাকব ভাই- ই সেরা।

সিরাজ মাহমুদ, প্রভাষক( ইংরেজি)
দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ,
চরফ্যাসন,ভোলা।
তারিখঃ ২৮/০৪/২০২২ ইং, মানিকা,রাতঃ ১২.০০-১.২২

Leave a Reply

Your email address will not be published.