ফেনসিডিল পাচারকালে ৩ নারীসহ আটক ৫

অপরাধ সারাদেশ

নিখাদ ডেক্স : হিলিতে ফেনসিডিল পাচারকালে ৩ নারী মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযেগে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১২টার দিকে হিলির হাকিমপুর থানা পুলিশ এই মাদক আটক করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জনান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় মোবাইল ও টহল পুলিশের একটি দল হাকিমপুর থানাধীন হরিহরপুর নামক এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে ১৭৭ বোতল ফেনসিডিল আটক করে। এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রীদের শরীরের সঙ্গে বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো লুকিয়ে রাকা ছিল। আটককৃতরা হলেন মোছা. ভানু ওরফে বানু বেওয়া (৬২) স্বামী-মৃত জেকের আলী, মোছা. রাজিয়া সুলতানা (৬০) স্বামী-মৃত সিরাজ সরদার, মোছা. মাজেদা বেগম (৩২) স্বামী-সোহেল রানা, মো. মাসুদ রানা (৩৮) পিতা-মো. খান সাত্তার।

আটক সবাই জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপাড়া গ্রামের বাসিন্দা। মাদক পরিবহনের দায়ে প্রাইভেটকারের ড্রাইভার মো. আবু সাঈদকেও (২৪) আটক করে পুলিশ। সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ছিমর গ্রামের আবু বক্করের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.