ইতিহাস গড়লোঃচর মানিকা মাঃবিদ্যালয়ের শিক্ষার্থীরা!

বরিশাল ভোলা শিক্ষাঙ্গন

 

মিজানুর রহমানঃস্টাফ রিপোর্টার।

বরিশাল বিভাগের, ভোলা জেলার,চর ফ্যাসন উপজেলা,দক্ষিণ আইচা থানা আওতাধীন, চর মানিকার,

 

সুনামধন্য বিদ্যাপীঠ!জ্ঞান  আহরনের স্থান। সৎ,আদর্শবান,নীতিবাদী, সত্য প্রকাশের নির্ভীক, সোনার বাংলার সময়ে সাহসী মানুষ,দেশের জন্য জীবন দেওয়ার। অকুতোভয় সৈনিক!সঠিক মানুষ গড়ার একটি, কেন্দ্রস্থল উওর চরঃ-মানিকা মাধ্যমিক বিদ্যালয়।

 

স্থপতি ঃ-হয় ১৯৮২ সালে।  সর্বপ্রথম যখন   ঐ বিদ্যালয় থেকে এস,এসসি, পরিক্ষায়, অংশগ্রহণ করে ৭জন।মাত্র  ১ জন শিক্ষার্থীই কৃতকার্য হয়।

 

দীর্ঘ ৩৮ বছর যাতব অত্র,  শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান টি। সুনামের সাথে, মানসম্মত শিক্ষা দিয়ে আসছেন। শিক্ষকরা শিক্ষার্থীদের  কে, মনের ভাব প্রকাশ করে শিক্ষা দেন।অত্র,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

এর পূর্বে বিভিন্ন সনের, যে সকল পরীক্ষার্থীরা।এস,এসসি তে অংশগ্রহণ করেছিল।সেই সকল শিক্ষার্থীদের অনেকর প্রতি।শিক্ষকরা আশাবাদী ছিলনে যে,জি.পি.৫ এর’কিন্তু ভাগ্যে মিলেনি,আশার প্রদীপ।

 

“৩৮ বছর পর। ২০২০ইং সনের এস,এসসি পরীক্ষায়। অংশগ্রহন করেন ৯৮ জন। পরীক্ষার্থী, তাদের মধ্যে ৯১ জন।কৃতকার্য হয়,

 

বিজ্ঞান বিভাগে ছিলঃ-৩৯ জন।এদের মধ্যে সকলেই কৃতকার্য হয়েছে।

 

ব্যবসা শিক্ষায় ছিলঃ-৩২জন।তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ২৭ জন।

 

মানবিক বিভাগে ছিলঃ-২৭জন পরীক্ষা দিলেও মিলেনি ২ জনের ভালো ফলাফল।

 

বিজ্ঞান বিভাগের ৩৯ জন পরীক্ষার্থীদের মধ্যে হতে চার জন।জি.পি.এ ৫ পেয়ে,প্রতিষ্ঠানটির ইতিহাস গড়েন।

 

তারা হলোঃ-

মোঃরাসেল।

মোঃশিপলু।

মোঃশিহাব উদ্দিন।

মোঃনাঈমুল ইসলাম (রাসেল)।

 

অত্র,প্রতিষ্ঠানে শিক্ষকরা সুনাম অর্জনের লক্ষ্যে। মানসম্মত, পাঠদান, শিক্ষার্থীদের সঠিক নিদের্শনা, মনোমুগ্ধকর পরিচালনায়। আজ তারা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে।

 

বিদ্যালয়ের শিক্ষক মহদয় গন।আশাবাদী ভবিষ্যতে তাদের ছাত্র -ছাত্রীরা ‘আরো ভালো ফলাফল উপহার দিবেন।সেই লক্ষ্যে আরো ভালভাবে। পাঠদানের, কৌশল অবলম্বন, করছেন। প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক বৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক,

জনাব,মোঃনুরুল আমিন।

সহ-প্রধান শিক্ষক,জনাব,মোঃকবির হোসেন।

সহ সকল শিক্ষক বৃন্দ।শিক্ষার্থীদের সর্বক্ষন মঙ্গল কামনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *