চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত।

চর ফ্যাশন প্রচ্ছদ শিক্ষাঙ্গন

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত।

মিজান ফারহান।।

০১ জানুয়ারি ২০২৪

নতুন ২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী। গতকাল রোববার(৩১ ডিসেম্বর ২০২৩) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বই উৎসব উদ্বোধনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তারই প্রেক্ষিতে ২০২৪ নতুন বছরকে স্বাগত জানিয়ে আগামীর স্বপ্ন কে লালনে দক্ষিণ আইচায় উৎসবমুখর পরিবেশ বই উৎসব উদযাপন হয়।

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপনচর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপনসোমবার (১লা জানুয়ারী) ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন হয়। সোমবার সকাল ১০ টার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত হন। ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলো আনন্দের বন্যা। বই উৎসব অনুষ্ঠানে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্যাহ এ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও কুকরী মুকররি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাশেম মহাজন, তিনি বলেন, সারাদেশের কর্মসূচী অনুযায়ী আজকে এই বই বিতরণ করা হচ্ছে, ১লা জানুয়ারী সারাদেশে মাধ্যমিক ও প্রাথমিকে বিদ্যালয়ে।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া অত্যান্ত কঠিন কাজ। এই কঠিন কাজ বাস্তবায়ন হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আন্তরিকতায়। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক / শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনুছ । ছাত্র-ছাত্রীরা নতুন বছরের পাঠ্যবই পেয়ে তাদের মনের আনন্দের অভিব্যাক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.