৯নং চর মানিকায় মহান বিজয় দিবস পালিত।

আন্তর্জাতিক জাতীয় প্রচ্ছদ সারাদেশ

চর মানিকায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত।

মিজান ফারহান :

“১৬ ই ডিসেম্বর বিজয় দিবস “বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে সর্বত্র পালন করা হয়।এরই ধারাবাহিকতায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কাক ডাকা ভোরে জাতিয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অংশগ্রহনে উৎসবমুখর আবহে,সু-শৃঙ্খলভাব,ভাবগাম্ভির্য ও উৎসাহ-উদ্দীপনায় দিবসটি উদযাপন করা হয়।পরে নের্তৃবৃন্দসমেত র‍্যালি হয়, র‍্যালিতে উপস্থিত ছিলেন।

৯ নং চরমানিকা ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন (সাগর)
আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মিয়া,
সিনিয়র সহ-সভাপতি বর্ষীয়ান নেতা আবুল কাশেম মিয়া,যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন,
দঃআইচা থানা যুবলীগের আহবায়ক মোঃ আকতার হোসেন বাবুল।
দঃআইচা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও দক্ষিণ আইচা প্রেসক্লাবে সভাপতি মোঃ আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি।

চর মানিকা পশ্চিম যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন।
দঃআইচা থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদি লিমন।সহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিল দক্ষিণ আইচা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন সহ প্রেসক্লাবে সদস্য বৃন্দ

১৯৭১ সালের ২২ ডিসেম্বর প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়।দীর্ঘ নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুূদয় ঘটে।

Leave a Reply

Your email address will not be published.