চরআইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত।

চর ফ্যাশন প্রচ্ছদ শিক্ষাঙ্গন

চরআইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত।

নভেম্বর ২৮, ২০২৩

মিজান ফারহান।।

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ২৭ নং চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০ দিকে চরআইচা ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচ তলায় এ বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন,দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল কলেজের অধ্যক্ষ আবুল হাশেম মহাজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম আরিফ,চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদউল্ল্যাহ, চরআইচা হোসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেন, দক্ষিণ আইচা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি, চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন, ওলামা লীগের সভাপতি মাওলানা ইব্রাহিম কাজী, যুবলীগ নেতা প্রভাষক ফিরোজ, ব্যবসায়ী শাহিন হাওলাদার, দক্ষিণ আইচা থানা ছাত্র লীগের সভাপতি নিজাম উদ্দিন রাসেল, ছাত্রলীগ নেতা তুহিন হাওলাদার সহ প্রমুখ। এছাড়াও ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। আর একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।

Leave a Reply

Your email address will not be published.