পড়শী ডেন্টিজিরাস সিস্ট রোগে আক্রান্ত ও মুখে অস্ত্রোপচার

বিনোদন

নিখাদ বার্তাকক্ষ : দর্শকপ্রিয় গায়িকা পড়শী। খুদে গানরাজের এই শিল্পী অসুস্থ। তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. মো. তাহসিন আহমেদ এবং ডা. প্রফেসর আবুল হান্নানের অধীনে পড়শীর মুখে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে পড়শী বাসায়ই বিশ্রামে রয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন পড়শীর মা।

পড়শীর মা বলেন, ‘পড়শী ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন। তাই তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। এটি একটি মেজর অপারেশন ছিল। এজন্য সময় লেগেছে তিন ঘণ্টা। মুখের ভেতরে অনেকগুলো সেলাই করা হয়েছে। এখন পড়শী পুরোপুরি বিশ্রামে রয়েছে। খুব ধীরে ধীরে কথা বলতে হয়। সবাই পড়শীর জন্য দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে পড়শী আবারও কাজে ফিরতে পারে।’

এদিকে গানের বাইরে অভিনয়েও প্রায় সময় চমকে দেন পড়শী। সেই সূত্রে এবারের ঈদে মুক্তি পাচ্ছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। নাম ‘শাদী মোবারক’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন এই গায়িকা-নায়িকা।

Leave a Reply

Your email address will not be published.