বিএসএমএমইউ লিভার বিভাগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন

প্রচ্ছদ

নিখাদ বার্তাকক্ষ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের উদ্যোগে আজ আনন্দমুখর পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে উদ্বোধনী অনুষ্ঠানটি বড় স্ক্রীনে লিভার ডিপার্টমেন্টের শিক্ষক ও রেসিডেন্টরা এক সাথে উপাভোগ করেন। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধনী ফলকটি উন্মোচন করার পর হেপাটোলজি বিভাগের শিক্ষক ও রেসিডেন্টরা এক সাথে কেক কেটে বাঙ্গালী জাতির এই অবিস্মরনীয় অর্জনটি উদযাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ আইয়ুব আল মামুন, চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, ডা. আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ, সহযোগী অধ্যাপক ও ডা. দুলাল চন্দ্র দাস সহকারী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
উপস্থিত শিক্ষক ও রেসিডেন্টরা বাংলাদেশের স্বাধীনতার পর জাতিকে এমন অসাধারন একটি উপহার দেয়ার জন্য এবং আত্মনির্ভরশীল একটি দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করিয়ে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘ্যায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে হেপাটোলজি বিভাগে ভর্তি রোগীদের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে স্ন্যাক্স বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.