ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলা সীমার লঙ্ঘন: ফিলিস্তিন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

নিখাদ বার্তাকক্ষ: জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলা সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতাইয়্যেহ। সোমবার এ অভিযোগ করেন তিনি।

এর আগে রবিবার ওল্ড সিটি এলাকায় আল-আকসা মসজিদের প্রাঙ্গনে পতাকা নিয়ে পদযাত্রা করে হাজার হাজার উগ্রজাতীয়তাবাদী ইসরায়েলি।

এসময় ‘আরবদের মৃত্যু হোক’ সহ নানা বিদ্বেষমূলক স্লোগান দেয় ইসরায়েলিরা। দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় তারা ফিলিস্তিনিদের আক্রমণ করে।  

এঘটনা আন্তর্জাতিক সব চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেন মোহাম্মদ শতাইয়্যেহ।

আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ। মসজিদের নিয়ন্ত্রণ নিতে সম্প্রতি বেশ কয়েকবার ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে উগ্রজাতীয়তাবাদী ইসরায়েলিরা।

Leave a Reply

Your email address will not be published.