করোনা আক্রান্ত রাজনৈতিক নেতারা।

রাজনীতি রাজশাহী সাস্থ্য ও চিকিৎসা

ডেস্ক রিপোর্ট।

করোনা আক্রান্ত রাজনৈতিক নেতারা

 

করোনা মহামারিতে বিপর্যস্ত দুনিয়া। বাংলাদেশে এই মহামারি শক্ত থাবা বসিয়েছে। রোজ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এ পর্যন্ত মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আটশ’রও বেশি মানুষ। প্রাণঘাতী এই সংক্রমণে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। রাজনৈতিক দলের নেতারাও বাদ পড়ছেন না।

তাদের কেউ ত্রাণ বিতরণ করতে গিয়ে কেউবা বিভিন্ন সামাজিক কর্মসূচিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নেতাদের বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন। আবার ইতিমধ্যে সুস্থও হয়েছেন কয়েকজন।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনীতিকদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মোহাম্মদ নাসিমের করোনার পাশাপাশি মস্তিস্কে রক্তক্ষরণও হয়েছে। শুক্রবার তার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। বুধবার তার দ্বিতীয় করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও রাজনৈতিক প্লাটফর্ম জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত। তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা নিজের প্রতিষ্ঠিত হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। তারা হলেন- শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), এবাদুল করিম (ব্রাহ্মণবাড়িয়া-৫), এবিএম ফজলে করিম চৌধুরী (চট্টগ্রাম -৬) , ফরিদুল হক খান দুলাল (জামালপুর-২) এবং চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

শহীদুজ্জামান সরকার ও ফজলে করিম চৌধুরী এরইমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে, বিএনপির বেশ কয়েকজন তারকা রাজনীতিবিদও করোনা আক্রান্ত হয়েছেন। দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান ও তার স্ত্রী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জের সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আবদুর রেজ্জাক খান ও তার স্ত্রী শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।

নারায়ণগঞ্জের সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ শুরু থেকে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করে ব্যাপক আলোচনা আসেন। সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি করোনায় মারা যাওয়া ৪৯ জনের লাশ দাফন করেন। বর্তমানে মাকসুদুল আলম খন্দকার ও তার স্ত্রী আফরোজা খন্দকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা.সাজেদুল হক রুবেল, তার মা এবং মেয়ে করোনায় আক্রান্ত। এছাড়া সারা দেশে দলটির ৩৬ জন নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মনজু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়। মহামারি আকার ধারণ করা করোনায় শুক্রবার পর্যন্ত ৮১১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত ৬০ হাজার ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *