শেয়ালের মাংস বিক্রির প্রস্তুতি, ২ জনের কারাদণ্ড

আইন ও আদালত

চাঁদপুর, ৯ জুলাই , ২০২৩ (নিখাদ বার্তাকক্ষ) :: জেলার ফরিদগঞ্জে শেয়াল জবাই করে বিক্রির প্রস্তুতি নেওয়ার অপরাধে মো. রাকিব হোসেন (৪৫) ও মো. মজিবুর রহমান মিজিকে (৪৫) এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (০৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা ওই আদালত পরিচালনা করেন।

শনিবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, সকদিরামপুর এলাকাতে একটি আখ ক্ষেত থেকে শেয়াল আটকের পর জবাই করে বিক্রির প্রস্তুতি হচ্ছে- এমন খবর পেয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে ঘটনাস্থল থেকে শেয়ালের কাঁচা মাংস উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাংস বিনষ্ট করে মাটিতে পুঁতে রাখা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা জানান, খবর পেয়ে শেয়ালের কাঁচা মাংস জব্দ করি। এ সময় শেয়াল জবাই ও মাংস বিক্রির অপরাধে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাকিব ও মজিবুরকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ২৪ ধারায় এক মাসের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published.