ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় মেধা বিকাশের সুযোগ।

চর ফ্যাশন প্রচ্ছদ শিক্ষাঙ্গন সাহিত্য

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় মেধা বিকাশের সুযোগ।

মিজান ফারহান ঃ

সৃজনশীল মেধা বিকাশ ও আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে,অভিজ্ঞতায় আলোকিত পরিচালক,সুদক্ষ শিক্ষক মন্ডলী,দৃষ্টি নন্দন কাননের সমন্বয়ে এবং নিজস্ব স্থাপনায় উপকূলীয় জেলা ভোলা’র চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া ক্রমোন্নত জনপদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার তথা জাতির ভবিষ্যৎ প্রজন্ম, মেধাকে শানিত করে উপযুক্ত নাগরিক হিসেবে প্রকাশের উপস্থিতি।

কোমলমতি শিশুদের মেধা বিকাশে দক্ষিণ আইচা থানাধীন ৯নং চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ গনস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন চর কচ্ছপিয়া ইউনাইটেড কলেজের স্থানে মনোরম পরিবেশে আত্মপ্রকাশ করেছে,

” মেধা আপনার শানিত করার দায়িত্ব আমাদের ” প্রত্যয়ে………………………

এ.কে.এম কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের।

প্রতিষ্ঠাতা পরিচালকঃ মোঃ ফরিদ উদ্দিন (স্যার),সর্বজন-নন্দিত ব্যাক্তিত্ব,বর্ষীয়ান রাজনীতিবিদ,শিক্ষানুরাগী,সমাজ সেবক,বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং চরমানিকা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম মিয়া ও স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগ স্কুলটি গড়ে উঠে।

২০২৩ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ভর্তি চলছে।ক্রমোন্নত এলাকার কোমলমতি মেধাকে শানিত করার দায়িত্বে এবং মনোযোগে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় আত্নপ্রকাশ সরব উপস্থিতিই সার্বিক তত্বাবদানের সফলতার পরিচয়।

Leave a Reply

Your email address will not be published.