আজ সাবেক সংসদ সদস্য এম.এম. নজরুল ইসলাম এর ৩১ তম মৃত্যু বার্ষিকী।
মিজান ফারহান। চর ফ্যাসন ভোলা।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়নের স্বপ্নদ্রষ্টা।চর ফ্যাসন সরকারি কলেজ এর প্রতিষ্ঠাতা, ভোল-৪ এর সাবেক জাতীয় সংসদ সদস্য, চর ফ্যাসন মনপুরার গোলাপ ফুল খ্যাত। অধ্যক্ষ, এম.এম. নজরুল ইসলাম এর আজ ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়।
অধ্যক্ষ নজরুল ইসলাম।
জন্ম গ্রহণ করে, ১৯৪৩ সালে ১৬ ই অক্টোবর ।ভোলা জেলার লালমোহন উপজেলার চর লর্ডহার্ডিঞ্জ চাঁদপুর গ্রামে।
১৯৫৪ সালে তিনি লর্ডহার্ডিঞ্জ মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেনী পাশ করে। ১৯৫৫ সাল থেকে লর্ডহার্ডিঞ্জ হাইস্কুলে ১০ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন.।
১৯৫৯ বরিশাল কাশিম পুর হাইস্কুল থেকে দ্বিতীয় বিভাগ, এস এস সি পাশ করেন।
১৯৬১ সালে বরিশাল বি.এম কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ করে।
১৯৬৪ সালে দ্বিতীয় শ্রেণীতে বিএ পাশ করে, কাশিম পুর ও দুলার হাট হাইস্কুলে শিক্ষকতা করেন, বেগম রহিমা সঙ্গে বিবাহে আবদ্ধ হয়।
১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে দ্বিতীয় শ্রেণীতে এম.এ ডিগ্রি অর্জন করেন।
১৯৬৭ সালে চর ফ্যাসন টাফন্যাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের যোগদান করেন।
১৯৬৮ চর ফ্যাসন কলেজ এর প্রতিষ্ঠালগ্ন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।
১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পদে নিয়োগ পেয়ে যোগ দেননি। চর ফ্যাসন কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্থানীয়ভাবে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সালে বাকের গঞ্জ -৩ চর ফ্যাসন ও লালমোহনের কিছু অংশের আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়।
১৯৯১ সালে দ্বিতীয় বারের মতো ভোলা-৪ চর ফ্যাসন -মন পুরার থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৯২ সালে ১৭ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন।
অধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, আজ চর ফ্যাসন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে । চর ফ্যাসন কেন্দ্রীয় খাসমহল মসজিদে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাতের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয়, স্বরাষ্ট্র মন্ত্রী। জনাব, আসাদুজ্জামান খান কামাল এম.পি. এবং অধ্যক্ষ মিয়া মোঃ নজরুল ইসলাম এর জ্যৈষ্ঠ পুত্র ভোলা-৪ চর ফ্যাসন ও মন পুরার এম.পি. যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আলহাজ্ব মোঃ আবদুল্লাহ আল ইসলাম (জ্যাকব)।
আরো উপস্থিত ছিল, চর ফ্যাসন উপজেলা, আওয়ামী লীগের, সকল সহযোগী সংগঠন নেতাকর্মী ও জন সাধারণ ।
এবং
দুলারহাট থানায় নবনির্মিত অত্যাধুনিক থানা ভবনের শুভ উদ্বোধন করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জনাব, আসাদুজ্জামান খান এম.পি.
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।জনাব,
আবদুল্লাহ আল ইসলাম (জ্যাকব) এম.পি.