নিখাদ ডেক্স : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এক লাখ ৮৭ হাজার ৬৩ জন ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার জন্য ১৭৪ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৭৪ টাকা অর্থ মঞ্জুর করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।
এই অর্থ ছাড়ের জন্য মন্ত্রণালয়-এর পক্ষ থেকে প্রধান হিসাবরক্ষক কর্মকর্তার কাছে গত ২৯ এপ্রিল চিঠি দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৬৪টি জেলার ৫৩৩টি উপজেলা, থানা ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধারা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটিএন) প্রক্রিয়ার মাধ্যমে ঈদ-এর আগেই নিজ নিজ ব্যাংক হিসাবে টাকা পাবেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়-এর উপ-সচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, সম্মানী ভাতা প্রদানে কোনো অনিয়ম হলে তথ্য এন্ট্রি কর্মকর্তারা দায়ী থাকবেন।