বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ’

প্রচ্ছদ রাজনীতি সারাদেশ

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ’

মেহেরপুর প্রতিনিধি:

৮ জুন, ২০২৩ ২২:৩০

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সাময়িক বিদ্যুৎ সমস্যার কারণে যারা লাফালাফি করছে, তারাও বাংলাদেশের উন্নয়ন ভোগ করছে। হঠাৎ করে বাংলাদেশের উন্নয়ন মিথ্যা করা যায় না। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে ছয় দফা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কখনোই দেউলিয়া হবে না। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন, মুজিবনগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.