বাংলাদেশ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দঃআইচা থানা ছাত্র লীগের বিক্ষোভ।
২২ মে ২০২৩, ২০:৪৪
মিজান ফারহান।।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদ, দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভোলা জেলার চর ফ্যাসন উপজেলা দঃআইচা থানা ছাত্রলীগ।
সোমবার ২০২৩ (২২ মে) সন্ধ্যায় দঃআইচার মেইন সড়ক হয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয় এই বিক্ষোভ মিছিল ।
এসব কর্মসূচিতে নেতৃত্ব দেয়। দঃআইচা থানা ছাত্র লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন (রাসেল)।
সাধারণ সম্পাদক শেখ সাদি (লিমন)। সহ দঃআইচা থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় সভাপতি /সম্পাদক সমাবেশে বক্তারা বলেন। শেখ হাসিনার কল্যাণে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামাত চক্রান্তে মেতে উঠেছে। তারা দেখেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। তারা একাধিকবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। বিএনপি-জামাত যদি কোনভাবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।
তারা আরও বলেন, যে নেত্রীকে নিয়ে সারা বিশ্ব অহংকার করে তাকে বিএনপি নেতা হুমকি দেয়।’ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য lকরে তারা বলেন, আমাদের নেত্রীর জন্ম ক্যান্টনমেন্ট থেকে হয়নি। তিনি রাজপথ থেকে নেত্রী হয়েছেন। তাকে হুমকি ধমকি দিয়ে কোন কাজ হবেনা।
প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। পরে এ ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ২২ মে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা দেওয়া হয়।