সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গাবাটিতে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে নদীর পানির স্রোতে ভেসে গেছে ৫ হাজারেরও অধিক মৎস্য ঘের ও কাঁকড়ার খামার। এতে প্রায় সাড়ে ৮কোটি টাকা ক্ষতি হয়েছে ওই এলাকার মাছচাষি ও কাঁকড়া খামারিদের। এদিকে বাঁধ ভাঙার তিনদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বাঁধ মেরামত করা যায়নি। দ্রুত সময়ের ভিতরে যদি বাঁধ মেরামত করা সম্ভব না হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান জানান, খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে জোয়ারের পানিতে ভেসে গেছে বুড়িগোয়ালিনীতে ইউনিয়নের ৫ হাজারেরও অধিক মাছের ঘের ও কাঁকড়া খামার। এসমস্ত ঘের ও খামারে সাধারণ চিংড়ি, কাঁকড়া, সাদা মাছসহ মাছের পোনা চাষ হতো। ধারণা করছি সবমিলিয়ে আনুসঙ্গিক ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে ৮ কোটি টাকায় দাঁড়াবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এসব চাষীদের তালিকা প্রস্তুত কার্যক্রম চলমান রয়েছে। তালিকা প্রস্তুত শেষ হলে তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসক আশ্বাস্ত করেছেন তিনি ক্ষতিগ্রস্থ চাষীদের প্রণোদনার ব্যবস্থা করবেন।
##আসাদুজ্জামান সরদার