সীমান্ত উত্তেজনার আবহে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার।
দেশটির তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে।
এ তালিকায় টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্যাট, বিগো লাইভসহ জনপ্রিয় সব অ্যাপ রয়েছে। খবর এনডিটিভি ও ইনডিয়ান এক্সপ্রেসের।
গত কয়েক দিন ধরে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল নরেন্দ্র মোদি সরকার।
ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ওই অ্যাপগুলো দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সে কারণেই অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে।