পুলিশ সদস্যর বিরুদ্ধে ধর্ষণের মামলা ঢাকার ধামরাই থানায় পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এক কলেজ ছাত্রী বাদি হয়ে সাদ্দাম হোসেন (২১) নামে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ডিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল সাদ্দামের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে ধামরাই থানায় ধর্ষণ মামলাটি রুজু করা হয়। তার গ্রামের বাড়ি উপজেলার সানোড়া ইউনিয়নের পশ্চিম বাসনা গ্রামে, বাবার নাম মোজাম্মেল হক।
এর আগে গতকাল বুধবার ধর্ষণের শিকার ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় ধামরাই থানা পুলিশ। তার আগে বিয়ের দাবিতে সাদ্দাম হোসেনের বাড়িতে তিনদিন অবস্থান করেন ভুক্তভোগী। তরুণী জানান, তিনি বাড়িতে অবস্থা নেওয়ার পর বিয়ের জন্য কাজি ডাকার নাম করে কৌশলে পালিয়ে যান সাদ্দামের মা-বাবা। তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।