সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সোহাগ গ্রেফতার!

আইন ও আদালত বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সোহাগ গ্রেফতার

 

সাতক্ষীরার তালায় হতদরিদ্র পরিবারের ১৬ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ধর্ষক সোহাগ সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩ জুন) রাতে তালা থানা পুলিশ উপজেলার মহান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ধর্ষক সোহাগ সরদার (২৫) উপজেলা মহান্দি গ্রামের হায়দার সরদারের ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ মে শুক্রবার বেলা ১২টার দিকে তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের ওই শিশুটির হত দরিদ্র মা ও তার পিতা মাঠে কৃষিকাজ করতে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে সোহাগ তাদের বাড়িতে যায়। এরপর লম্পট সোহাগ ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির আত্ম-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরদিন শনিবার তার বাবা বাদী হয়ে ধর্ষক সোহাগের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের এ মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *