অনেক ঘাত-প্রতিঘাতে আপনারা আমাকে আগলে রেখেছেনঃ প্রধানমন্ত্রী।

প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি

অনেক ঘাত-প্রতিঘাতে আপনারা আমাকে আগলে রেখেছেনঃ প্রধানমন্ত্রী

নিখাদ বার্তা কক্ষ।।
৩০ ডিসেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন আমার একমাত্র শক্তি। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

শনিবার দুপুরে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় আগতদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশেকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি।

শেখ হাসিনা বলেন, বারবার হত্যার চেষ্টা করা হয়েছে আমাকে। মানবঢাল করে আওয়ামী লীগ আমাকে রক্ষা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *